ছলিমাবাদ ইউনিয়নের মোট আয়তন ৩৩০৬.৮৮ হেক্টর বা ৩৩.০৭ স্কয়ার কিলোমিোটার। মোট জনসঙখ্যা ৩২৩১২ জন, পুরুষ ১৫০০২, মহিলা ১৭৩১০। ঘরের সঙখ্যা ৬৮৫০। শিক্ষিতের হার ৬৫%। জনবসতি ৯৯০ স্কয়ার কিলিমিোটার। মেৌজা ১১টি। চাষযোগ্য জমির পরিমাণ ১৩৮০ হেক্টর (৪৫%), কৃষক পরিবারের সংখ্যা ৮৯৪০টি। পানি সম্পদের পরিমাণ ১৫১.০১ হেক্টর, পুকুরিএআছ ৮০.৯৭ হেক্টর। বাণিজ্যিক ভাবে মাছ চাষ হয় ১৩.৫০ হেক্টর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস